বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে
কেউ বাধা সৃষ্টি করলে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, দেশ এখন
নির্বাচনের আবহওয়ায় উদ্দীপ্ত। সম্ভাব্য সকল প্রার্থী ও জনগণ ভোটের জনসংযোগে অংশগ্রহণ
করছে। এই অবস্থায় যদি কোনো দল বিভ্রান্তি সৃষ্টি করে বা নির্বাচনের পথে বাধা সৃষ্টি
করে, জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।
সালাহউদ্দিন আরও বলেন, আন্তর্জাতিক মহলও কখনো নির্বাচনে বাধা
দিতে পারে; দেশি-বিদেশি শক্তি সক্রিয় থাকতে পারে। তবে জনগণ এখন ঐক্যবদ্ধ এবং গণঅভ্যুত্থান
পরবর্তী পরিস্থিতিতে যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবে।
পিআর পদ্ধতি নিয়ে তিনি মন্তব্য করেন, এটি “পার্মানেন্ট রেস্টলেসনেস”
সৃষ্টি করে। বিভিন্ন দেশে এই পদ্ধতিতে স্থায়ী সরকারব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হয় না,
ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থির পরিস্থিতি থাকে। তিনি বলেন, একটি জরিপে দেখা গেছে, দেশের
৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতির বিরোধী। তাই পিআর মানে পাবলিক রিলেশন বা জনসংযোগ, যা জনগণের
সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করে।
এর আগে জাতীয়তাবাদী উলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
সংগঠনটির নেতৃবৃন্দ শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য
অর্পণ করেন। সালাহউদ্দিন আহমেদ সেখানে বিশেষ মোনাজাতে অংশ নেন এবং নেতার আত্মার মাগফিরাত
কামনা করেন।
নুর/আকাশ টিভি
নুর/আকাশ টিভি