ঢাকা | | বঙ্গাব্দ

পাহাড়ি সন্ত্রাসীদেরে অর্থ-অস্ত্র দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করছে ভারত

author
Reporter

প্রকাশিত : Oct 1, 2025 ইং
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান ছবির ক্যাপশন: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান
ad728

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, ভারতের সহায়তায় পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলো অস্ত্র ও অর্থ পাচ্ছে, যার মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। বুধবার বিকেলে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, “বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইছে। ঠিক এই অবস্থায় ভারত এবং আওয়ামী লীগ মিলে নির্বাচন বানচালের চক্রান্ত করছে। এই চক্রান্তের অংশ হিসেবেই পাহাড়ে অশান্তি সৃষ্টি করা হয়েছে।”

পাহাড়ের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, কিশোরীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে সংঘর্ষের ঘটনা কাঙ্ক্ষিত নয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো, যাদের ভারত অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করছে।

তিনি আরও বলেন, “ভারত চায় বাংলাদেশকে তাদের করদ রাজ্য বানাতে। কিন্তু এদেশের জনগণ হাসিনার পতনের মধ্য দিয়ে ইতোমধ্যে প্রমাণ করেছে, ভারত বাংলাদেশকে তাদের করদ রাজ্য বানাতে পারবে না।”

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি আহ্বান জানান, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফেব্রুয়ারিতে যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, জনগণ তাদের দাঁতভাঙা জবাব দেবে। পাশাপাশি তিনি বিরোধী রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন।

তিনি বিএনপি, জামায়াত, এনসিপি ও গণঅধিকার পরিষদসহ গণঅভ্যুত্থানকামী সব দলের প্রতি আহ্বান জানান—“আমাদের মধ্যে মতবিরোধ থাকলেও এই মুহূর্তে নতুন দাবি তুলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। সকলকে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।”

এ সময় তার সঙ্গে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

নুর/আকাশ টিভি


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS