ঢাকা | | বঙ্গাব্দ

সমন্বয়ক পরিচয়ে ৩ সাংবাদিকের ওপর হামলা

author
Reporter

প্রকাশিত : Oct 3, 2025 ইং
তিন সাংবাদিকের ওপর সমন্বয়ক পরিচয়ে হামলা ছবির ক্যাপশন: তিন সাংবাদিকের ওপর সমন্বয়ক পরিচয়ে হামলা
ad728

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি ফাস্টফুড দোকানে তিন সাংবাদিকের ওপর সমন্বয়ক পরিচয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকরা অভিযোগ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ আসাদুর রহমান আকাশ তার সহযোগী কিশোর গ্যাং নিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

হামলার শিকাররা হলেন—দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জাহাঙ্গীর কবির, সকালের সময় পত্রিকার সিটি রিপোর্টার মো. জোবায়ের আহমেদ এবং বিজয় টিভির সাংবাদিক এ কে আজাদ। জানা গেছে, ওইদিন বিকেলে দুই ব্যবসায়ীর দ্বন্দ্ব সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে আকাশ ও তার সহযোগীদের হামলার শিকার হন তারা। ঘটনাটির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আকাশ ও তার সহযোগীরা সাংবাদিক জোবায়ের আহমেদকে চেয়ারে বসা অবস্থায় শারীরিকভাবে আঘাত করছেন এবং গলা টিপে ধরছেন। এ সময় অন্য সাংবাদিকদেরও মারধর করা হয়।

ভুক্তভোগীরা জানান, আকাশ রেস্টুরেন্টে প্রবেশ করেই ‘তুইতোকারি’ করে নাম-পরিচয় জানতে চান এবং পরে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ ভিডিও ধারণ করেন। হামলার বিষয়ে আকাশকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি শুধু বলেন, ভিডিও দেখে প্রশ্ন করতে, এরপর আর কোনো উত্তর দেননি।

ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ওমর ফারুখ বলেন, “সংবাদমাধ্যমের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা। এর সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা জরুরি।”

ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, অভিযোগ খতিয়ে দেখতে উত্তরা পশ্চিম থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং মব কালচার প্রতিহত করতে জোর পদক্ষেপ নেওয়া হবে।


নুর/আকাশ টিভি


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS