ঢাকা | | বঙ্গাব্দ

হোমনায় ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

author
Reporter

প্রকাশিত : Oct 5, 2025 ইং
কুমিল্লার হোমনায়  ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখা ও ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: কুমিল্লার হোমনায় ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখা ও ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
ad728

আল্ আমিন শাহেদ- হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখা ও ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  ৪ অক্টোরব-২৫ শনিবার বিকেলে উপজেলা ছাত্রশিবিরের শাখা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় “আগামী দিনের ছাত্র রাজনীতিতে আমাদের করণীয়” শীর্ষক আলোচনায় উভয় সংগঠনের নেতৃবৃন্দ গঠনমূলক মতামত ও দিকনির্দেশনা তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নাজমুস সাদ, এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আরহাম উল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক পরিচালক ও ছাত্রনেতা মুহাম্মদ মেহেদী হাসান।


বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা পশ্চিম জেলার সাবেক সভাপতি ও তিতুমির কলেজ শাখার সভাপতি ইউনুস আহমদ।


এছাড়াও উপস্থিত ছিলেন— ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি সাইফ মাহমুদ সজল, সাবেক ছাত্রনেতা শামীম আহমেদ, ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আকরাম, সাবেক সভাপতি আবু ইউসুফ,
ছাত্রশিবিরের নেতৃবৃন্দ কামরুল হাসান, সাইদ আহমদ রাফি, মোস্তাক আহমেদ, আব্দুল্লাহ, জিহাদ হাসান সাব্বির, জাফর আহমেদ প্রমুখ।


অন্যদিকে ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম, লাদেন সরকার, ইয়ামিন মোল্লা, ফাহিম, আব্দুল কাউয়ুম, ফয়সাল আহমেদ, জাহাঙ্গীর আলম, মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সভায় বক্তারা বলেন, দেশের শিক্ষাঙ্গনে নৈতিক ও মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে আদর্শনিষ্ঠ ছাত্র রাজনীতি চর্চা অপরিহার্য। উভয় সংগঠনের নেতারা আগামীর প্রজন্মকে আলোকিত ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আকাশ টিভি/ন

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS