ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা সদর দক্ষিনে অস্ত্রসহ যুবদল নেতা রাসেল আটক

author
Reporter

প্রকাশিত : Oct 5, 2025 ইং
যুবদল নেতা রাসেলকে অস্ত্রসহ আটক ছবির ক্যাপশন: যুবদল নেতা রাসেলকে অস্ত্রসহ আটক
ad728

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আব্দুল্লাহপুর এলাকা থেকে যুবদল নেতা রাসেলকে অস্ত্রসহ আটক করে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা।
রবিবার(৫ই অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। যুবদল নেতা রাসেল কুমিল্লা সদর দক্ষিণ এলাকার চৌয়ারা ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে। রাসেলের  কাছ থেকে একটি ৭.৬৫ পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এ বিষয়ে আরো খোঁজ-খবর নেয়া হচ্ছে।
উল্লেখ্য যে, কয়েকদিন পূর্বে এই রাসেলকে খেলনা পিস্তল,ওয়াকিটকিসহ যৌথবাহিনী আটক করেছিল। কিন্তু রাজনৈতিক তদবিরে সে একদিন পরেই জামিনে বের হয়ে যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা।


আকাশ টিভি/ন

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS