ঢাকা | | বঙ্গাব্দ

গিনেসের শীর্ষে থাকবে ওই ‘এক নম্বর ভণ্ড রাজনৈতিক নেতা’: নাসিরুদ্দীন

author
Reporter

প্রকাশিত : Oct 6, 2025 ইং
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবির ক্যাপশন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
ad728

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ‘এক নম্বর ভণ্ড রাজনৈতিক নেতা’ নামে একটি নতুন বিভাগ যুক্ত করার প্রস্তাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তবে পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি।

নাসীরুদ্দীন তার পোস্টে লিখেন, “গিনেস রেকর্ডে একটি নতুন বিভাগ যুক্ত করা উচিত: ‘এক নম্বর ভণ্ড রাজনৈতিক নেতা’— যারা মুখে জনগণের সেবা করার কথা বললেও সবসময় জনগণের বিপক্ষে কাজ করেন। আমি নিশ্চিত, বাংলাদেশ খুব শিগগিরই এই তালিকার শীর্ষে থাকবে।”

তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। অনেকেই মন্তব্যে রাজনৈতিক বিদ্রুপ হিসেবে দেখলেও অনেকে এটিকে বাস্তবতার প্রতিচ্ছবি বলে মত দিয়েছেন।

মন্তব্যের ঘরে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ লিখেছেন, “যারা জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। তাহলে কেন আমরা তাদের এক্সপোজ করছি না?”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলির প্রেক্ষাপটে নাসীরুদ্দীনের এই মন্তব্য বিভিন্ন পক্ষের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS