ঢাকা | | বঙ্গাব্দ

বিরিয়ানি খেলেই ঠিক হয়ে যাব — দুর্ঘটনায় আহত বিজয়

author
Reporter

প্রকাশিত : Oct 7, 2025 ইং
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ছবির ক্যাপশন: দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা
ad728

দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দিন তিনেক আগেই বাগদান সেড়েছিলেন এই তারকা জুটি। আর এরইমধ্যে সোমবার (৬ অক্টোবর) তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়ালা জেলার হায়দরাবাদ–বেঙ্গালুরু মহাসড়কে গাড়ি দুর্ঘটনার কবলে পরেন বিজয়।

এরপরই বিচলিত হয়ে পড়েন অভিনেতার ভক্তরা। তাদেরকে আশ্বস্ত করতে বিজয় জানালেন বিরিয়ানি খেলেই নাকি ঠিক হয়ে যাবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিজয় লেখেন, সব ঠিক আছে। গাড়িটা একটু আঘাত পেয়েছে কিন্তু আমরা সবাই ভালো আছি। আজ জিমেও গিয়েছি। এখন বাড়ি ফিরেছি। মাথা সামান্য ব্যথা করছে কিন্তু বিরিয়ানি আর ঘুমেই ঠিক হয়ে যাবে। সবাইকে ভালোবাসার জন্য ধন্যবাদ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হায়দরাবাদে ফেরার পথে বিজয়ের গাড়িকে পেছন থেকে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দেয়। এ ঘটনায় বিজয়ের বিলাসবহুল লেক্সাস এলএম ৩৫০এইচ গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত তিনি ও গাড়ির অন্য আরোহীরা নিরাপদে বেঁচে যান।

পুলিশ জানিয়েছে, ধাক্কা দেয়া গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিজয়ের গাড়িচালক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।

বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পুরোপুরি বিশ্রামে রয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। তিনি কাজ থেকে বিরতি নিচ্ছেন এবং ভক্তদের উদ্দেশে আশ্বস্ত করেছেন যে খুব শিগগিরই সুস্থ হয়ে পর্দায় ফিরবেন।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গোপনে বাগদান সম্পন্ন করেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বাগদানের পর তারা পরিবারের সঙ্গে অন্ধ্র প্রদেশের পুত্তাপর্তি যান সত্য সাই বাবার আশ্রম ‘প্রশান্তি নিলয়ম’ দর্শনে। সেখান থেকেই ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। যদিও তারা আনুষ্ঠানিকভাবে বাগদানের খবর নিশ্চিত করেননি তবে ঘনিষ্ঠ সূত্রে জানা যায় তাদের বিয়ের সম্ভাব্য তারিখ হতে পারে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে।

সূত্র: এনডিটিভি


আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS