ঢাকা | | বঙ্গাব্দ

স্ত্রীর চিৎকারে ভেবেছিলেন ভাল্লুক, পরে শোনেন নোবেল জিতেছেন

author
Reporter

প্রকাশিত : Oct 7, 2025 ইং
যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ফ্রেড র‌্যামসডেল ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ফ্রেড র‌্যামসডেল
ad728

স্ত্রী লরার চিৎকার শুনে মনে করেছিলেন, নিশ্চয়ই আশপাশে কোনো ভাল্লুক এসেছে! কিন্তু পরে বুঝলেন, আসলে নিজের নোবেল জয় উদযাপনেই সেই চিৎকার। এমনই এক মজার অভিজ্ঞতার মধ্য দিয়ে চিকিৎসায় নোবেল পুরস্কার জয়ের খবর পান যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ফ্রেড র‌্যামসডেল।

মঙ্গলবার (৮ অক্টোবর) ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, সোমবার বিকেলে মন্টানার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের কাছে হাইকিংয়ের সময় বিশ্রাম নিচ্ছিলেন র‌্যামসডেল ও তার স্ত্রী লরা ও’নিল। হঠাৎ লরা চিৎকার শুরু করলে র‌্যামসডেল ভেবেছিলেন হয়তো কোনো বন্য প্রাণী এসেছে। 

কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই লরা বলে ওঠেন, “তুমি নোবেল জিতেছো!” ৬৪ বছর বয়সী র‌্যামসডেল ও তার সহকর্মীরা রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর যুগান্তকারী গবেষণার জন্য এ বছর চিকিৎসা শাখায় নোবেল পেয়েছেন। তাদের গবেষণা অটোইমিউন রোগ যেমন আর্থ্রাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস ও ক্রোনস রোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। 

র‌্যামসডেল জানান, তিনি সাধারণত ছুটির সময় ফোনে অনলাইনে থাকেন না। ফলে নোবেল কমিটির সাধারণ সম্পাদক থমাস পারেলম্যানের সঙ্গে তার যোগাযোগ করতে প্রায় ২০ ঘণ্টা সময় লেগেছে। পারেলম্যান বলেন, ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো বিজয়ীর সঙ্গে যোগাযোগে এত দেরি হয়নি আগে।

 নোবেল জয়ের প্রতিক্রিয়ায় র‌্যামসডেল বলেন, “আমি কৃতজ্ঞ ও বিনীত। এই কাজের স্বীকৃতি পেয়ে আনন্দিত এবং সহকর্মীদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছি।”


আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS