ঢাকা | | বঙ্গাব্দ

কোরআন অবমাননায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ধর্ম উপদেষ্টার

author
Reporter

প্রকাশিত : Oct 7, 2025 ইং
ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ মা খালিদ হোসেন ছবির ক্যাপশন: ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ মা খালিদ হোসেন
ad728

পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ মা খালিদ হোসেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল (অপূর্ব রাদ) কর্তৃক কোরআন অবমাননার ঘটনায় ইতোমধ্যেই আলেম-ওলামা ও সাধারণ মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে ধর্ম উপদেষ্টা বলেন, “পবিত্র কুরআন অবমাননার সাথে যে বা যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ পন্থায় শাস্তি নিশ্চিত করা হবে।”

এর আগে গত ৫ অক্টোবর, রোববার রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ভিডিও করে কোরআন অবমাননা করে। এ ঘটনার পর থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষোভ প্রকাশ করে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায়।


আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS