ঢাকা | | বঙ্গাব্দ

বিএনপিকে চুপিসারে ক্ষমতায় আনতে চায় সরকার: রেজাউল করীম

author
Reporter

প্রকাশিত : Oct 10, 2025 ইং
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবির ক্যাপশন: মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
ad728

ঢাকা, ২৫ আশ্বিন (১০ অক্টোবর): অন্তর্বর্তী সরকার বিএনপিকে চুপিসারে ক্ষমতায় আনতে চায় বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার সঙ্গে মাঠে ভূমিকা রেখেছে শ্রমিকেরাও। অভ্যুত্থানের পর দেশে ইসলামপন্থিদের ক্ষমতায় যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ৫৪ বছরের নির্বাচনী অপসংস্কৃতি বন্ধ করতে হলে আগামী দিনে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনে ঐকমত্যের এজেন্ডায় না আনায় সরকারকে ধিক্কার দিয়েছে সাধারণ জনগণ। বর্তমান সরকার চুপিসারে বিএনপিকে ক্ষমতায় আনতে চায়। জনগণ ঘুমিয়ে নেই। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে সাধারণ মানুষ।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম বলেন, সমাজের এক শ্রেণী অতি ধনী হবে আর এক শ্রেণী গাছতলায় বাস করবে, তা চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষের শক্তি আর ইসলামের বিপক্ষের শক্তির মধ্যে যুদ্ধ অনিবার্য।

 আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS