হাসিনাকে শুধু ‘হাসিনা’ বললে একটু সম্মান দেওয়া হবে, তাকে ‘মনস্টার হাসিনা’ বলতে হবে”— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “মনস্টার হাসিনা দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা—সব কিছু তছনছ করে দিয়েছে।”
তিনি দাবি করেন, গণতন্ত্রে ফিরে যাওয়ার একমাত্র পথ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। “যতই সংস্কার করা হোক বা বুদ্ধিজীবীরা কৌশল আবিষ্কারের চেষ্টা করুন, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফেরা সম্ভব নয়,” যোগ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও স্বাধীনতার জন্য লড়াই করেছে এবং বারবার হোঁচট খেলেও প্রতিবারই নতুন করে উঠে দাঁড়িয়েছে।
এনসিপিকে শাপলা প্রতীক না দিলে ধানের শীষ বাতিল করার আহ্বান জানানোয় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “আমরা তো
কারও প্রতীকে বাধা দিইনি। কোন প্রতীক কে পাবে, তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। অযথা
ধানের শীষ নিয়ে টানাটানি কেন? কারণ ধানের শীষ এখন সারা দেশে অপ্রতিরোধ্য।”
আকাশ টিভি/ন