ঢাকা | | বঙ্গাব্দ

বিএনপি নেতা জিল্লুর নেতৃত্বে জুলাই যোদ্ধা খালেদ সাইদের উপর হামলার চেষ্টা ও হুমকির অভিযোগ

author
Reporter

প্রকাশিত : Oct 11, 2025 ইং
জুলাই যোদ্ধা খালেদ সাইদ ছবির ক্যাপশন: জুলাই যোদ্ধা খালেদ সাইদ
ad728

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারে দোকান মালিক ফেডারেশনের সম্মেলনে কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও জুলাই আন্দোলনে ছাত্র হত্যার আসামি মাহবুবুর রহমানের ছবিযুক্ত ব্যানার টাঙানোর প্রতিবাদ করায়, জুলাই যোদ্ধা খালেদ সাইদের উপর হামলার চেষ্টা ও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

 

ঘটনাটি ঘটে শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) শহরের ৩নং ওয়ার্ডে অনুষ্ঠিত দোকান মালিক ফেডারেশনের সম্মেলনস্থলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যানারে আসামি মাহবুবের ছবি টাঙানোয় খালেদ সাইদ আপত্তি জানালে মাহবুবের চাচাতো ভাই ও ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লু ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় জিল্লু খালেদ সাইদের দিকে তেড়ে এসে হামলার চেষ্টা করে এবং “দেখে নেবো বলে হুমকি প্রদান করে।

 

খালেদ সাইদ জানান, “জুলাই আন্দোলনে যারা ছাত্র হত্যা করেছিল, তাদের মুখোশ পরা ব্যানার এখানে ঝুলবেএটা মুক্তিকামী মানুষ মেনে নিতে পারে না। আমি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতেই তারা আমাকে আক্রমণের চেষ্টা করে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করেন।

স্থানীয় সচেতন মহল এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলার চেষ্টা ও হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS