চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে জেলার চান্দিনা উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ-যুব সমাজ নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ। জাতীয় পতাকা হাতে, মাথায় প্রতীকী পতাকা বেঁধে স্লোগানে মুখরিত করে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক, ঢাকা-চট্টগ্রাম মাহসড়কের অংশ বিশেষ প্রদক্ষিণ করে তারা।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে চান্দিনা সরকারি পাইলট মডেল উচ্চ
বিদ্যালয়ের মাঠে জড়ো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ
মিছিলটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশনে গিয়ে মানববন্ধন শেষে
সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
বক্তারা বলেন, প্রাচীন জনপদ সমতটের রাজধানী ছিল কুমিল্লা।
শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, ফরেন্স র্যামিটেন্স সংগ্রহ ও প্রশাসনিক কাঠামোর দিক থেকে
এই জেলাটি বরাবরই অগ্রগামী। ফলে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা অত্যন্ত প্রাসঙ্গিক।
তারা আরও বলেন- কুমিল্লা বিভাগ ঘোষণার উদ্যোগ যতবারই সামনে আসে, ততবারই “অদৃশ্য মহল” এর ষড়যন্ত্রে তা থেমে যায়। উন্নয়ন ত্বরান্বিত করতে, জনসেবা সহজ করতে এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষায় কুমিল্লাকে বিভাগ ঘোষণা এখন সময়ের দাবি।
এসময় বক্তৃতা করেন- ছাত্রনেতা মহিবুল মানিক সরকার, তন্ময়
ইসলাম হিমেল, ইরফান হাসান মুন্সী, পিয়াল হাসান মুন্না, আসিফ শেখ, রাজন, রাকিব ও আতিক
মুন্সী। চান্দিনা মহিলা কলেজ, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের
শিক্ষার্থী, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসময় উপস্থিত
ছিলেন। পরে স্থানীয় তরুণ-যুব সমাজ এবং সাধারণ মানুষও দাবির সাথে একাত্মতা করে এতে অংশ নেয়।
আকাশ টিভি/ন