ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা পলিটেকনিকে দিনব্যাপী বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি

author
Reporter

প্রকাশিত : Oct 15, 2025 ইং
দিনব্যাপী বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন 'রক্তবিন্দু ফাউন্ডেশন'। ছবির ক্যাপশন: দিনব্যাপী বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন 'রক্তবিন্দু ফাউন্ডেশন'।
ad728

খালিদ বিন ইমরান: কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন 'রক্তবিন্দু ফাউন্ডেশন'। গতকাল সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলে, যেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী রক্ত পরীক্ষা করান এবং সংগঠনের সদস্য ফরম পূরণ করেন।

কর্মসূচি চলাকালে 'রক্তবিন্দু ফাউন্ডেশন'–এর সদস্যরা শিক্ষার্থীদের মাঝে রক্তদানের গুরুত্ব ও উপকারিতা তুলে ধরেন। তাঁরা বলেন, রক্তদান কেবল একটি সামাজিক কাজ নয়, বরং এটি একটি মহৎ উদ্যোগ যার মাধ্যমে একজন মুমূর্ষু রোগীকে বাঁচানো সম্ভব। তাঁরা রক্তদান কেন প্রয়োজন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করে শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহ দেন।

সংগঠনটির পক্ষ থেকে শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয় যে, কোনো শিক্ষার্থীর যদি কখনো অপারেশনের জন্য বা অন্য কোনো রোগীর জন্য রক্তের প্রয়োজন হয়, তবে তাঁরা পাশে দাঁড়াবেন।

বিভিন্ন ছাত্রদলের প্রতিনিধিরা এই উদ্যোগের প্রশংসা করে রক্তবিন্দু ফাউন্ডেশনকে একটি অরাজনৈতিক ও নিরপেক্ষ সংগঠন হিসেবে অভিহিত করেন, যা সাধারণ শিক্ষার্থীদের একটি আস্থার জায়গা। তাঁরা বলেন, শিক্ষার্থীরা যেকোনো সময় যেকোনো প্রয়োজনে এই সংগঠনের মাধ্যমে রক্ত সংগ্রহ করতে পারবে এবং নিজেরাও রক্ত দিয়ে অন্যের সাহায্যে এগিয়ে আসতে পারবে।

এ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিনামূল্যে নিজেদের ব্লাড গ্রুপ জানতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং শিক্ষকেরা এমন সামাজিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। শিক্ষকেরাও শিক্ষার্থীদের রক্তবিন্দু ফাউন্ডেশনের মতো সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য উপদেশমূলক কথা বলেন এবং তাঁরা কীভাবে সংগঠন থেকে সাহায্য পেয়েছেন, সেই অভিজ্ঞতাও তুলে ধরেন। দিনব্যাপী এই কার্যক্রমে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।


আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS