ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা বিভাগ চাই: লাকসামে 'কনটেন্ট ক্রিয়েটর মিলন মেলা'য় বিভাগ না হওয়ার কারণ 'সাবেক প্রধানমন্ত্রীর ইগো' বলে দাবি

author
Reporter

প্রকাশিত : Oct 16, 2025 ইং
লাকসাম-নোয়াখালী সড়কে বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করে আন্দোলনকারীরা। ছবির ক্যাপশন: লাকসাম-নোয়াখালী সড়কে বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করে আন্দোলনকারীরা।
ad728

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কাউছার হোসাইন: দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত কুমিল্লা বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে লাকসামে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩ ঘটিকায় লাকসামের গ্রীন ক্যাসেল রেস্টুরেন্টের (সুরক্ষা সিটির ৮ম তলা) হলরুমে 'কনটেন্ট কিউটরের মিলন মেলা' শীর্ষক এই সভাটি আয়োজিত হয়। সভা শেষে লাকসাম-নোয়াখালী সড়কে বিভাগ বাস্তবায়নের দাবিতে এক দফা মানববন্ধন করে আন্দোলনকারীরা।

​সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তব্য:

​কুমিল্লা বিভাগ বাস্তবায়ন আন্দোলনের এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আসাদুজ্জামান ভুট্টাে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা জেলা দক্ষিণের সেক্রেটারি ডক্টর সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

​প্রধান অতিথি তার বক্তব্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়ার পেছনে সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইগোকে দায়ী করে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, "আমাদের পলাতক প্রধানমন্ত্রীর কুমিল্লার প্রতি ব্যক্তিগত ইগো ছিল। তার বাপের হত্যাকারী মুশতাকের মাটি এই কুমিল্লার সাথে জড়িত একজন রাষ্ট্রপ্রধান কত কাণ্ডজ্ঞানহীন হলে এই ধরনের চিন্তা করে একটি অঞ্চলের মানুষের ন্যায্য দাবিকে এভাবে ঝুলিয়ে রাখতে পারেন!" তিনি অবিলম্বে রাজনৈতিক বিদ্বেষ ভুলে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণার দাবি জানান।

​বিশেষ অতিথি ও আমন্ত্রিতদের জোর দাবি:

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌর জামায়াতের আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী এবং আবু বক্কর জাহিদ। তাঁরা দ্রুত কুমিল্লা বিভাগের ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

​এছাড়া, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনটেন্ট কিউটর টিপু চৌধুরী, ইসরাত জাহান মিতু এবং ফখরুল ইসলাম মিঠু। অতিথিরা একযোগে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "কুমিল্লা বিভাগ নিয়ে আর কোনো তালবাহানা চলবে না। কুমিল্লা বিভাগ কাগজ-কলমে দলিল সহকারে বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। বিভাগ বুঝে পাওয়ার পরই কেবল আমাদের এই আন্দোলন শেষ হবে, ইনশাআল্লাহ।"

​এক দফা দাবিতে মানববন্ধন: মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা সুরক্ষা সিটির সামনে লাকসাম-নোয়াখালী সড়কে মানববন্ধন করেন। মানববন্ধনে তাদের প্রধান স্লোগান ছিল "আর কোনো দাবি নাই, কুমিল্লাকে বিভাগ চাই!"

​বক্তারা মানববন্ধনের মাধ্যমে ঘোষণা করেন যে, বিভাগ বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন লাকসামে চলমান থাকবে।


আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS