ঢাকা | | বঙ্গাব্দ

জাতিসংঘের অর্থসংকটে দেশে ফিরছেন ১৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী

author
Reporter

প্রকাশিত : Oct 19, 2025 ইং
জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ। ছবির ক্যাপশন: জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ।
ad728

জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের তহবিল সংকটের কারণে আগামী ৯ মাসের মধ্যে অন্তত ১,৩১৩ জন বাংলাদেশি শান্তিরক্ষী দেশে ফেরত পাঠানো হবে। আর্থিক ঘাটতির প্রেক্ষিতে ১৫ শতাংশ বাজেট ছাঁটাইয়ের অংশ হিসেবে আপৎকালীন পরিকল্পনায় এই সিদ্ধান্ত নেয় জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম বিভাগ। গত ১৪ অক্টোবর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানায় জাতিসংঘের মিলিটারি অ্যাফেয়ার্স দপ্তর (ওএমএ)।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নির্দেশ দিয়েছেন শান্তি রক্ষা কার্যক্রমের জন্য বরাদ্দকৃত মোট বাজেটের ১৫ শতাংশ কমানোর, যা মূলত পোশাকধারী সদস্যদের (uniformed personnel) জন্য বরাদ্দ হ্রাসের সঙ্গে সম্পর্কিত। যদিও এটি সরাসরি জনবল কমানোর নির্দেশ নয়, তবে বাস্তবে বিভিন্ন মিশনে শান্তিরক্ষীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠি অনুযায়ী, পাঁচটি মিশন থেকে বাংলাদেশের শান্তিরক্ষীদের সদস্যসংখ্যা হ্রাস পাবে। এর মধ্যে দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন ইউএনমিস থেকে ৬১৭ জন, মধ্য আফ্রিকার মিনুসকা থেকে ৩৪১ জন, সুদানের আবেই অঞ্চলের ইউনিসফা থেকে ২৬৮ জন, কঙ্গোর মনুসকো থেকে ৭৯ জন এবং পশ্চিম সাহারার মিনুরসো থেকে আটজন বাংলাদেশি শান্তিরক্ষী প্রত্যাহার করা হবে।

ওএমএ জানিয়েছে, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাজেট সংকটের কারণে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে পরিকল্পনায় কোনো পরিবর্তন হলে বাংলাদেশকে তা জানানো হবে। এদিকে, এএফপি’র এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা কমে যাওয়ায় জাতিসংঘের শান্তি রক্ষা বাজেটে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের বাজেট ৫৪০ কোটি ডলার হলেও যুক্তরাষ্ট্র পূর্বঘোষিত ১৩০ কোটি ডলারের পরিবর্তে মাত্র ৬৮ কোটি ২০ লাখ ডলার দিতে সম্মত হয়েছে।

বর্তমানে বাংলাদেশ জাতিসংঘে তৃতীয় শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। ১৯৮৮ সালে প্রথমবারের মতো শান্তি মিশনে যোগ দিয়ে বাংলাদেশ আজ পর্যন্ত ১০টি দেশ বা স্থানে ৪৪৪ নারীসহ ৫,৬৯৬ জন সদস্য নিয়োজিত রেখেছে। এই সময়ের মধ্যে বিশ্বশান্তি রক্ষার পথে প্রাণ দিয়েছেন ১৬৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী এবং আহত হয়েছেন অন্তত ২৫৭ জন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, গত ৩৫ বছরে বাংলাদেশের শান্তিরক্ষীরা ৪৩টি দেশ ও স্থানে ৬৩টি মিশন সফলভাবে সম্পন্ন করেছেন। এ পর্যন্ত ১ লাখ ৭৮ হাজারেরও বেশি সেনা সদস্য এই দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশও ১৯৮৯ সাল থেকে জাতিসংঘ মিশনে যুক্ত, যেখানে ২৪টি দেশে ২৬টি মিশনে ২১ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ২৪ জন পুলিশ সদস্য দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গ করেছেন।

 

আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS