ঢাকা | বঙ্গাব্দ

ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি কুমিল্লা জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2024 ইং
ছবির ক্যাপশন:
ad728

একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি  কুমিল্লা জেলা শাখা।


একুশের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন  বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস,আই মোঃ মোস্তফা কামাল,মোঃ মঞ্জুরুল ইসলাম, এস,আই আরএনবি,কুমিল্লা, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি কুমিল্লা জেলা শাখার সভাপতি  মোঃ ফেরদৌস মাহমুদ মিঠু, সেক্রেটারি মোঃ রকিবুল ইসলাম (ম্যাক রানা),দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন  সহ অন্যরা।


এর আগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু.মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান। এরপর কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষ্যে একুশে বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী,শিশুচিত্রাংকন,রচনা প্রতিযোগিতা,আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স