“গণতন্ত্র পুনরুদ্ধারে স্বেচ্ছাসেবক দলই শক্তির নাম”— কুমিল্লা উত্তর জেলার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নেতৃবৃন্দ
কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগষ্ট মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হল মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার। তিনি বলেন, “স্বেচ্ছাসেবক দল শুধু একটি সহযোগী সংগঠন নয়, এটি বিএনপির আন্দোলন সংগ্রামের প্রাণশক্তি। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে স্বেচ্ছাসেবক দলই হবে অগ্রভাগে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—
আতিকুল আলম শাওন, যুগ্ম আহবায়ক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও সভাপতি, চান্দিনা উপজেলা বিএনপি
এমরান হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল
ফারুক হোসেন, সভাপতি, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দল ও সাবেক সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল
আলোচনা সভা সঞ্চালনা করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ অহিদ মোল্লা।
বক্তারা বলেন, “স্বেচ্ছাসেবক দল রাজপথে আছে, রাজপথেই থাকবে। আওয়ামী সরকারের দমন-পীড়ন আর বেশি দিন টিকবে না। জনগণের শক্তি ও স্বেচ্ছাসেবক দলের ত্যাগের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।”
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে জেলা ও উপজেলার স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।