ঢাকা | | বঙ্গাব্দ

৪৮ ঘণ্টায় নুর হামলাকারীদের গ্রেফতার না করলে যমুনা ও সচিবালয় ঘেরাও: রাশেদ খান

author
Reporter

প্রকাশিত : Sep 14, 2025 ইং
ঢাকা মেডিকেলে নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবির ক্যাপশন: ঢাকা মেডিকেলে নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
ad728

ঢাকা, ৩০ ভাদ্র (১৪ সেপ্টেম্বর):    গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরের শারীরিক অবস্থার আপডেট জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন—

“যারা অন্যায় করেছে, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় না আনলে আমরা যমুনা টেলিভিশন ভবন এবং সচিবালয় ঘেরাও করবো।”

তিনি আরও বলেন, “স্পষ্ট সিসিটিভি ফুটেজ ও ভিডিও থাকার পরও হামলাকারীদের এখনো গ্রেফতার করা হয়নি। আমরা সন্দিহান যে আদৌ তাদের ধরা হবে কি না। তদন্ত কমিটি গঠন করা হলেও আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।”

সংবাদ সম্মেলনে নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন, “অপরাধীদের আইনের আওতায় না আনার ব্যর্থতার দায় তাকে নিতে হবে।”

এছাড়া, শনিবার (১৩ সেপ্টেম্বর) নুরুল হক নুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আরও কিছুদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে বলে জানানো হয়।

নেতারা অভিযোগ করেন, সরকার তার বিদেশে উন্নত চিকিৎসার ব্যাপারে বারবার তালবাহানা করছে। তারা বলেন, প্রয়োজনে দল এবং পরিবারের পক্ষ থেকেই তাকে বিদেশে পাঠানো হবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS