ঢাকা | | বঙ্গাব্দ

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

author
Reporter

প্রকাশিত : Sep 22, 2025 ইং
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবির ক্যাপশন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ad728

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আবু সাঈদ মামুনসহ তিনজনের বিরুদ্ধে আজ অনুষ্ঠিত হচ্ছে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ। সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই কার্যক্রম চলছে।

আজকের শুনানিতে ৪৮তম সাক্ষী হিসেবে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদের জেরা অব্যাহত রয়েছে। গতকাল তার সাক্ষ্যগ্রহণ শেষ হলেও জেরা অসম্পূর্ণ থাকায় তা আজ পর্যন্ত মুলতবি করা হয়। এদিন নতুন সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেমন্তি।

প্রসিকিউশন আরও তিনজনের জবানবন্দির আবেদন করেছে। ইতোমধ্যে সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞ, নৃশংস দমন-পীড়ন ও হত্যার বীভৎস বর্ণনা উঠে এসেছে। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা এসবের দায়ী করে শেখ হাসিনা, কামালসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবু সাঈদ মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন ট্রাইব্যুনাল। এ ছাড়া আজ আবু সাঈদ হত্যা মামলার সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণও অনুষ্ঠিত হচ্ছে।






নুর/আকাশ টিভি



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS