ঢাকা | | বঙ্গাব্দ

হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবীরকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ

author
Reporter

প্রকাশিত : Sep 22, 2025 ইং
মেজর জেনারেল কবীর আহাম্মদ ছবির ক্যাপশন: মেজর জেনারেল কবীর আহাম্মদ
ad728

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদকে (এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, বাংলাদেশ সেনাবাহিনী) পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন বিভাগের প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার এ নিয়োগ প্রদান করা হয়।

এ প্রজ্ঞাপনে মেজর জেনারেল কবীর আহাম্মদের পাশাপাশি আরেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেনকেও (এসইউপি, এনডিসি, পিএসসি এবং চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ড) একই পদে নিয়োগ দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের ১৯ জুলাই (মঙ্গলবার) মেজর জেনারেল কবীর আহাম্মদকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে সামরিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এদিন, গণভবনে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এসএসএফের মহা-পরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান ও জিপিআরের ডেপুটি কমানন্ড্যান্ট কর্নেল মোবারক হোসেন।

এ সময় শেখ হাসিনা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল কবির আহাম্মদের স্ত্রী ফাতেমা কবির, ছেলে ইসমাম আহমেদ ও মেয়ে আরিবা। 




নুর/আকাশ টিভি



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS