ঢাকা | | বঙ্গাব্দ

রাজনৈতিক ভেদাভেদ ভুলে জনসেবা: লাকসামে স্মার্ট কার্ড বিতরণে অভূতপূর্ব দৃশ্য

author
Reporter

প্রকাশিত : Oct 3, 2025 ইং
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ ছবির ক্যাপশন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ
ad728


​প্রতিনিধি: কাউছার হোসেন, লাকসাম
​কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের প্রথম দিনে এক ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিভিন্ন দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সাধারণ জনগণের সেবায় নিয়োজিত হয়েছেন।


​স্মার্ট কার্ড বিতরণের সময় গ্রাহকদের সেবা দিতে সক্রিয়ভাবে কাজ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি'র আজগরা ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।



আজগরা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মজিদ জানান, জনগণের সুবিধার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পান শরবত, চিকিৎসার জন্য ফ্রি ক্যাম্প এবং বিশুদ্ধ সাদা পানির ব্যবস্থা।


স্মার্ট কার্ড বিতরণকালে জনগণের মাঝে গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের দাঁড়িপাল্লার প্রতীক ডক্টর সৈয়দ এ.কে.এম. সরওয়ার উদ্দিন সিদ্দিকী।


​এছাড়াও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন--- লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভার সেক্রেটারি মাওলানা শহিদ উল্লাহ, বিএনপি'র কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ আসনের মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম সাহেব।
​লাকসাম উপজেলা সেক্রেটারি মোঃ জুবাইয়ের ফয়সাল, আজগরা ইউনিয়ন সেক্রেটারি আমিমূল এহসান সহ স্থানীয় নেতৃবৃন্দ।


বিতরণ কার্যক্রমে কোনো ধরনের বিশৃঙ্খলা বা 'কাবজাব' ছাড়াই সুন্দরভাবে স্মার্ট কার্ড প্রদান চলছে। স্থানীয় রাজনৈতিক নেতারা এই ঐক্যের প্রশংসা করে বলেন, "আমরা রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়িয়েছি সেবা করার জন্য। আমরা এরকম সৌন্দর্য আর কখনো দেখিনি।" এই উদ্যোগ জনসেবার ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।


 নুর/আকাশ টিভি


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS