বলিউডের সুপারস্টার দম্পতি সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন মানহানিকর কন্টেন্টের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। মামলায় তারা ইউটিউব ও এর মদার সংস্থা গুগলের কাছ থেকে চার লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করেছেন। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের ডিপফেক ভিডিও শেয়ার করা যাতে বন্ধ থাকে, তার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন তারা।
মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, ইউটিউবে প্রচারিত শত শত লিঙ্ক এবং স্ক্রিনশটে তাদের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে এআই-ভিত্তিক ভিডিও তৈরি করা হয়েছে, যা ‘যৌন উসকানিমূলক’, ‘ভয়াবহ’ এবং ‘কাল্পনিক’ বিষয়বস্তু উপস্থাপন করছে। উদাহরণস্বরূপ, আবেদনে বলা হয়েছে, “অভিষেক বচ্চন হঠাৎ কোনো চলচ্চিত্র অভিনেত্রীকে চুম্বন করছেন” বা “ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সালমান খান একসঙ্গে ডিনার করছেন”—যেমন মনগড়া ভিডিওগুলো তাদের সুনাম ও গোপনীয়তার মৌলিক অধিকারের ক্ষতি করছে।
অভিষেক ও ঐশ্বরিয়ার অভিযোগ, এই ভিডিওগুলো শুধুমাত্র তাদের ব্যক্তিগত ইমেজ ক্ষুণ্ন করছে না, বরং প্রচলিত সামাজিক এবং পেশাদার দৃষ্টিকোণ থেকেও মারাত্মক প্রভাব ফেলছে। তারা আশা করছেন, আদালত তাদের সুনাম ও ব্যক্তিগত অধিকার রক্ষা করবে এবং ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর কন্টেন্টের ওপর কার্যকর নিয়ন্ত্রণ আরোপ করবে।
নুর/আকাশ টিভি