ঢাকা | | বঙ্গাব্দ

সংস্কারে বাধা দিলে জবাবদিহি করতে হবে: জামায়াত নায়েবে আমির

author
Reporter

প্রকাশিত : Oct 7, 2025 ইং
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবির ক্যাপশন: জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
ad728

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য জুলাই সনদ বাস্তবায়নসহ ‘কিছু বিষয়ে অত্যন্ত দ্রুত ও দৃঢ়তার সঙ্গে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার’ তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেছেন, ‘এটা আরও তিনমাস আগে হয়ে যেতে পারত। সব দল একমত হয়েছি নীতিগতভাবে। তারপরও এটা বাস্তবায়নে ডিলে (বিলম্ব) করা হচ্ছে। এভাবে-ওভাবে-সেভাবে। এরকম যদি ষড়যন্ত্র চলে প্রয়োজনীয় সংস্কার, সমাধান না করে তাহলে তো সবকিছুই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন তাহের। সেখান থেকে ফিরে আজ মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে হবে- এমন তাগিদ দিয়ে জামায়াতের নায়েবে আমির আরও বলেন, ‘যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন অথবা সংস্কার করতে গিয়ে সরকারের পক্ষ থেকে যে ডিলে (বিলম্ব) করা হচ্ছে (তাতে) কোনো কারণে যদি নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়, তাদের জাতির কাছে জবাবদিহি করতে হবে।’

এবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেওয়া রাজনৈতিক নেতাদের মধ্যে জামায়াতের নায়েবে আমির তাহের ও সদস্য মোহাম্মদ নকিবুর রহমান (তিনি যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হন) ছাড়াও অন্যদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

বিগত রাজনৈতিক সরকারগুলোর সময়ে সাধারণত এ ধরনের সফরে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও পছন্দের লোকজন যেতেন। এ ছাড়া ব্যবসায়ীরাও নিজ খরচে সফরে যুক্ত হতেন। এবার অন্তর্বর্তী সরকার তিনটি রাজনৈতিক দলের নেতাদের সফরসঙ্গী করে।

বিষয়টি নিয়ে তাহের বলেন, ‘এটি ছিল জাতিসংঘের সমস্ত সদস্য রাষ্ট্রের প্রধানদের একটি সম্মেলন। সব দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে যোগ দিয়েছিলেন। বাংলাদেশ থেকে এটা একটা ব্যতিক্রম ছিল, যে কোনো একটি সরকারি ডেলিগেশনে দেশের রাজনীতিতে প্রধান স্টেকস যারা আছেন, তাদেরকেও সঙ্গী করা। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম ঘটনা।’

এ জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান জামায়াতের নায়েবে আমির। তিনি বলেন, ‘সেখানে একটি বিষয় খুব ভালোভাবে প্রতিফলিত হয়েছে যে, রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের বড় বড় সমস্যার সমাধানে এবং রাষ্ট্রীয় বিষয়গুলোতে দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ আছি। এটি সারা বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে, তুলে ধরা সম্ভব হয়েছে।’

অধিবেশনের অভিজ্ঞতা তুলে ধরে তাহের আরও বলেন, ‘(অধিবেশনে) ফরেন মিনিস্টারদের জন্য একটা মিটিং ছিল। সেখানে প্রায় সব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও (পররাষ্ট্র উপদেষ্টা) নিউইয়র্কে ছিলেন। কিন্তু সরকার সেখানে আমাকেই প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ দিয়েছিল। স্বল্প সময়ের জন্য সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ আমার হয়েছে। এবং অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আমার আলাদাভাবেই কথাবার্তা বলার সুযোগ হয়েছে।’

এর বাইরে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে ইনভেস্টরস ফোরাম অব বাংলাদেশের আয়োজনের একটি অনুষ্ঠান এবং আলাদাভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাঙালিদের আয়োজনে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও জানান তাহের।

তিনি বলেন, ‘যারা বিদেশে অবস্থান করেন, তাদের বিষয়ে বাংলাদেশ কী চিন্তা করছে, তারা বাংলাদেশের বিষয়ে কী চিন্তা করছেন, এসব বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে প্রবাসীদের ভোটের অধিকারের বিষয়ে; যেটা অতীতে হয়নি। এ ছাড়া দেশে প্রবাসীদের বিনিয়োগের জন্য একটা আলাদা বডি তৈরি করার বিষয়ে আলোচনা হয়েছে।’

দেশে ফেরার পর বুধবার অনুষ্ঠেয় ঐকমত্য কমিশনের সভায় অংশ নেওয়ার বিষয়েও আশাবাদ জানান তাহের।

বিমানবন্দরে তাহেরকে স্বাগত জানান সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মাদ শাহজাহানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS