ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা চান্দিনার মাধাইয়ায় মাদকবিরোধী উঠান বৈঠক

author
Reporter

প্রকাশিত : Oct 15, 2025 ইং
যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী উঠান বৈঠক। ছবির ক্যাপশন: যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী উঠান বৈঠক।
ad728

আবু সাঈদ:কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়ায় নাওতলা পশ্চিম পাড়া, দক্ষিণ বাখরাবাদ ও উত্তর বাখরাবাদ যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে দক্ষিণ বাখরাবাদ জামে মসজিদ মাঠে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে মাধাইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব অহিদ উল্লাহর সভাপতিত্বে ও মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন বাখরাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সফিক উল্লাহ, কে এম জাহাঙ্গীর আলম, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মনু মিয়া, মাধাইয়া ইউনিয়ন যুবদল সভাপতি কে এম জামাল হোসেন, মাধাইয়া ইউনিয়ন এলডিপি সাধারণ সম্পাদক আনিসুর রহমান, চান্দিনা উপজেলা যুবদল সদস্য হাজী আব্দুল মান্নান, মাহফুজ, শরিফ, হাসান, উজ্জ্বল, জুবায়ের আহমেদ মুন্সী প্রমুখ।

বৈঠকে বক্তারা মাদক কারবারি ও সেবনকারীদের পরিশুদ্ধ হয়ে ভবিষ্যতে ভালো হয়ে চলার জন্য আহ্বান জানান। প্রয়োজনে মাদকসেবীদেরকে মাদক থেকে দূরে থাকতে তাদের কর্মসংস্থান করার জন্য এলাকার নেতৃবৃন্দদেরকে অনুরোধ করেন।


আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS