ঢাকা | | বঙ্গাব্দ

এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই: ইসি আনোয়ারুল

author
Reporter

প্রকাশিত : Oct 17, 2025 ইং
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম। ছবির ক্যাপশন: নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম।
ad728

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা ফুল বরাদ্দ পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, "নির্বাচন কমিশনের প্রচলিত বিধিমালায় শাপলা প্রতীক দেয়ার কোনো সুযোগ নেই।"

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এনসিপির নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, "এটি একটি রাজনৈতিক বিষয়, এ নিয়ে নির্বাচন কমিশন মন্তব্য করতে চায় না।" তিনি আরও বলেন, "আমি এসেছি তৃণমূল পর্যায়ে ভোটকেন্দ্রে কী ধরনের সমস্যা রয়েছে তা সরেজমিনে দেখতে।"

তিনি আশ্বাস দিয়ে বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার জন্য নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের প্রয়োজন অনুযায়ী সব ব্যবস্থা নেয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে। পাশাপাশি দুর্গম এলাকায় অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া, ভোটগ্রহণের সময় যোগাযোগ ব্যবস্থা, যানবাহন সুবিধা এবং প্রিজাইডিং অফিসারদের কার্যকর সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেয়ার কথা বলেন তিনি।

আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানিয়ে তিনি বলেন, সে অনুযায়ী নির্বাচন কমিশন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করা হচ্ছে বলেও জানান আনোয়ারুল ইসলাম।

 

আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS