বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত
৩১ দফাকে বাঙালির "মুক্তির সনদ" বলে মন্তব্য করেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম
উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-১১ আসনের মনোনয়নপ্রত্যাশী কামরুল হুদা।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে
চৌদ্দগ্রাম বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে লিফলেট বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
কামরুল হুদা বলেন, “তারেক রহমান
আমাদের বলেছেন—মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, তাদের হৃদয় জয় করতে হবে। এমন কোনো কাজ
করা যাবে না, যাতে মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়।”
তিনি আরও বলেন, “যদি ৩১ দফার
আলোকে রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে বাংলাদেশ সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন
একটি রাষ্ট্রে পরিণত হবে। মানুষের ভাগ্য বদলাবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে
এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি শাহআলম, সাধারণ সম্পাদক
ইঞ্জিনিয়ার শাহআলম রাজু, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, গিয়াস উদ্দিন,
পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মহব্বত, চৌদ্দগ্রাম পৌর যুবদলের আহ্বায়ক মো. হাসান
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির
বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।