ঢাকা | | বঙ্গাব্দ

আগামী নির্বাচনে বডি ক্যামেরা, সিসিটিভি ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে সরকার

author
Reporter

প্রকাশিত : Oct 23, 2025 ইং
ছবি: সংগৃহীত ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পুলিশকে বডি ক্যামেরা প্রদান, সিসিটিভি স্থাপন এবং ড্রোন ব্যবহার করার বিষয়টি বিবেচনা করছে। এ সংক্রান্ত আইনগত দিকগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। তিনি জানান, তেজগাঁওয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্বে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রেস সচিব আরও জানান, যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, কনস্যুলেট চালুর সঙ্গে সঙ্গে এর সব সেবা অনলাইনে দেওয়ার সক্ষমতা নিশ্চিত করতে হবে।

সরকারের এই উদ্যোগ ভোটকেন্দ্রে স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS