কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার প্রজ্ঞাপন সরকার স্থগিত করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম। তিনি জানান, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন।
আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আগামী ২৬ অক্টোবর জারি করা হবে।
এর আগে, ১২ অক্টোবর বেসামরিক
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক
বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেই প্রজ্ঞাপনে বেবিচক যুগ্মসচিব
আহমেদ জামিল স্বাক্ষরিত ছিলেন এবং বলা হয়েছিল, সিভিল এভিয়েশন রুলস ১৯৮৪-এর সাব রুল
১৬ অনুযায়ী জনস্বার্থে এই আদেশ কার্যকর হবে।
সূত্র জানায়, ২ অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে দেশি ও বিদেশি এয়ারলাইনগুলোর সঙ্গে যোগাযোগ শুরু হয়েছিল। তবে প্রজ্ঞাপন স্থগিত হওয়ায় এ পরিকল্পনায় সাময়িক বিরতি এসেছে।
আকাশ টিভি/ন