ঢাকা | | বঙ্গাব্দ

নতুন বাংলাদেশে শারীরিক-মানসিক সুস্থতার কথা ভাবতে হবে: উপদেষ্টা শারমীন

author
Reporter

প্রকাশিত : Oct 24, 2025 ইং
উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবির ক্যাপশন: উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
ad728

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আগামীর বাংলাদেশ বা নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি গুরুত্ব দিতে হবে। তিনি উল্লেখ করেছেন, একটি সুস্থ ভ্রুণের জন্ম দিতে নিউট্রিশন এবং মেন্টাল হেলথকে এগিয়ে নিতে তরুণ সমাজকে দায়িত্বশীল হতে হবে।

শুক্রবার ঢাকায় আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরের অডিটরিয়ামে আয়োজিত দু’দিনব্যাপী ন্যাশনাল নিউট্রিশন ও ওয়েলনেস সামিটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইসলাম আমাদের যে প্রথম শিক্ষা দেয় সেটা হল সকলকে সম্মান করা এবং সকলকে নিয়ে চলা। সকল ধর্মের মানুষকে নিয়েই আমার বাংলাদেশ। তরুণরা যদি সামাজিক কাজের জন্য প্রস্তুতি নেন, তবে তারা সমাজে সকলকে নিয়ে চলতে পারবে এবং দেশকে এগিয়ে নিতে পারবে।’

উপদেষ্টা শারমীন এস মুরশিদ আরও বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি তরুণ। তাই দেশের ভবিষ্যৎ তাদের হাতেই। তিনি তরুণদের আহ্বান জানিয়ে বলেন, ‘তোমরা যারা সামাজিক সংগঠন করো, তোমাদেরকে নতুন করে ভাবতে হবে। ভেঙে যাওয়া দুর্নীতিগ্রস্ত সমাজে একটি সুস্থ, সুন্দর ও নতুন জীবন গড়ার আকাঙ্ক্ষা তৈরি করতে হবে। এটি সেই স্বপ্ন যা ৫৪ বছর আগে মুক্তিযুদ্ধের সময় দেখেছিলাম।’

উদ্বোধন অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান এবং সেরাক বাংলাদেশ সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম সৈকত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন যুব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ আনকোরা, মিশন গ্রীন বাংলাদেশ, হার্টওয়াইজ, নিউট্রিশন, নিউট্রিফিকেশন ও নিরাপদ অ্যালায়েন্সের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS