মাগুরায় জুলাই যোদ্ধাদের স্মরণে নবনির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, “শেখ হাসিনা পুরো দেশকে শেখ পরিবারের জমিদারি বানিয়েছিলেন।
জুলাইয়ে যারা আত্মদান করলেন তারা আবার দেশকে নতুন একটি গণতান্ত্রিক দেশে পরিণত করেছেন।
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে সেটার চূড়ান্ত রূপ পাবে। প্রতি বছর ৫ আগস্ট
আমরা জুলাই শহীদদের স্মরণ করব।”
শফিকুল আলম আরও জানান, ফেব্রুয়ারিতে
নির্বাচন বিষয়ে সব দল একমত। নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং এবারের নির্বাচন
দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ হবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে
সকল নাগরিক ভোট দিতে উপস্থিত হবেন।
তিনি বলেন, “এবার মানুষ ভোট
দেবে, কারণ গত ১৭ বছর হাসিনার শাসনকালে কেউ ভোট দিতে পারেনি। এমপিরা ঘুষ খেতেন এবং
নির্বাচনে টাকার বিনিময়ে প্রতিনিধির ব্যবস্থা হতো। ওই টাকাগুলো রুলিং পার্টির নেতাদের
হাতে গিয়েছিল, ফলে জনগণ ভোটের সুযোগ পাননি।”
শফিকুল আলমের মতে, এবার নির্বাচনে গ্রহণযোগ্যতা থাকবে। তিনি বলেন, “নির্বাচন কমিশন বারবার বলছে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। সরকারের ওপর দেশি-বিদেশি কোনো চাপ নেই। আওয়ামী লীগ অনেক মানুষকে হত্যা করলেও তারা অনুতপ্ত নয়।
আকাশ টিভি/ন