বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, নাঙ্গলকোট উপজেলা শাখার নবগঠিত কমিটির
অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এ আর হাইস্কুল
অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সিনিয়র সহকারী শিক্ষক নুর মোহাম্মদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন। অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন বেল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা
আব্দুস ছাত্তার মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনাম ভূইয়া, জেলা শিক্ষক
সমিতির সভাপতি লুৎফুন নাহার লিপি, কুমিল্লা জেলা প্রাবিস শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক
মিজানুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জালাল আহমেদ ও সাধারণ সম্পাদক হুমায়ুন
কবির।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক
শিক্ষা হলো দেশের ভিত্তি। শিক্ষকরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন তবে শিক্ষার মান উন্নয়নে
বড় পরিবর্তন আনা সম্ভব। শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত
গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের শেষে নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে নুর মোহাম্মদ সাইফুল্লাহ সভাপতি, মাহবুবুল হক সাধারণ সম্পাদক এবং সৈয়দ আব্দুল বসির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। কমিটিতে মোট ৬১ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
আকাশ টিভি/ন