ঢাকা | | বঙ্গাব্দ

বিভিন্ন দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

author
Reporter

প্রকাশিত : Sep 21, 2025 ইং
বিভিন্ন দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভসচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করছেন সচিবালয়ে কেন্দ্রীক সংযুক্ত পরিষদ। ছবির ক্যাপশন: বিভিন্ন দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভসচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করছেন সচিবালয়ে কেন্দ্রীক সংযুক্ত পরিষদ।
ad728

পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, সঞ্জীবণী প্রশিক্ষণের মেয়াদ ও ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করছেন সচিবালয়ে কেন্দ্রীক সংযুক্ত পরিষদ।

রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেন।

তারা মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভ করেন। এরপর জনপ্রশাসনের সিনিয়র সচিবের দপ্তরের সামনে জড়ো হন। এর আগে তারা বাতামতলায় জড়ো হন।

দাবিগুলো, পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা, সঞ্জীবণী প্রশিক্ষণ ১০ দিনের জন্য করা, সঞ্জীবণীর ভাতা ২০ হাজার টাকা করা, পরিবারের ছয়জনের রেশন চালু করা ইত্যাদি।

সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদীউল কবিরসহ নেতারা বক্তব্য দেন। অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. মোরশেদ বক্তব্য দেন। 

নুর/আকাশ টিভি





নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS