ঢাকা | | বঙ্গাব্দ

সরিয়ে দেওয়া হলো নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে

author
Reporter

প্রকাশিত : Oct 23, 2025 ইং
ছবি: সংগৃহীত ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি সূত্র জানায়, সাম্প্রতিক প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে তাকে বর্তমান পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন দায়িত্বে নিযুক্ত করা হয়েছে।

মোহাম্মদ ইউসুফ চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। গত বছরের ১০ নভেম্বর তিনি দুই বছরের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।

নিয়োগ পরিবর্তনের এই সিদ্ধান্ত প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনতে এবং পুনর্বিন্যাসের অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে।

আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS