ঢাকা | | বঙ্গাব্দ

ছুপুয়া ছফরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় ছাত্র জমিয়তের ( ছাত্র সংসদ) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

author
Reporter

প্রকাশিত : Oct 25, 2025 ইং
ছুপুয়া ছফরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ছাত্র জমিয়তের (ছাত্র সংসদ) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছবির ক্যাপশন: ছুপুয়া ছফরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ছাত্র জমিয়তের (ছাত্র সংসদ) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ad728

ছুপুয়া ছফরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ছাত্র জমিয়তের (ছাত্র সংসদ) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। (১০ অক্টোবর) নতুন এই কমিটি অনুমোদন দেন মাদরাসা প্রশাসন।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা কাজী মোঃ শহিদুল্লাহ, ভিপি পদে মনোনীত হয়েছেন ফাজিল ২য় বর্ষের শিক্ষার্থী আবুল বাশার আসিফ, সাধারণ সম্পাদক (জিএস) ফাজিল ১য় বর্ষের শামীমুর রহমান, এজিএস ফাজিল ২য় বর্ষের তানভীর হাসান চৌধুরী।

প্রচার ও মিডিয়া সম্পাদক ফাজিল ১ম বর্ষের আমিনুল এহসান মায়াজ, কোষাধ্যক্ষ পদে রয়েছেন হাফেজ মাহফুজ ভূঁইয়া, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত, নারী বিষয়ক সম্পাদক মুনাইমা ইসলাম ফারিহা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট পদে খাইরুল ইসলাম ফরহাদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক এইচ এম হাসান মাহমুদ, পাঠাগার সম্পাদক তারিক জামিল, মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাসুদ হোসাইন, কমন রুম বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদম ইজহারুল ইসলাম মারুফ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ, গবেষণা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রাহাদ, শিক্ষা ও বিতর্ক বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ, আইন বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন সিফাত, সংস্কৃতি ও আবৃতি বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল, ক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ।

ছাত্র জমিয়তের সভাপতি অধ্যক্ষ কাজী মোঃ শহিদুল্লাহ জানান, কমিটির ছাত্ররা আমার। তারা পড়াশোনা কল্যাণে, শিক্ষার্থীদের কল্যাণে কল্যাণে, প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করবে। যা হবে সব শিক্ষার্থীদের কল্যাণেই হবে।

এসময় ভিপি আবুল বাশার আসিফ জানান, দীর্ঘ ১৬-১৭ বছর স্বৈরাচার আ'লীগ সরকারের দমন-পীড়ন থেকে কেউ রেহাই পায়নি—রাজনীতি, অর্থনীতি, বা শিক্ষা প্রতিষ্ঠান—সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ধারাবাহিকতায় ছুপুয়া মাদ্রাসার ঐতিহ্যবাহী ছাত্র সংসদ (ছাত্র জমিয়ত)ও নিষ্ক্রিয় হয়ে পড়েছিল।

আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক যুগ পর ছাত্রদের প্রাণের দাবি বাস্তবায়িত হয়েছে—ছাত্র জমিয়তের নতুন কমিটি গঠনের মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষের স্বীকৃতি পেয়েছে। আমরা শিক্ষক-শিক্ষার্থী সকলের বুদ্ধি, পরামর্শ নিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো।


আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS