ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা সদর দক্ষিণ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

author
Reporter

প্রকাশিত : Oct 28, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
কুমিল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নুরজাহান হোটেলের পশ্চিম দিক থেকে র‌্যালিটি শুরু হয়ে পদুয়ার বাজার বিশ্বরোড মহাসড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।

তিনি বলেন, “ইতিহাস ও ঐতিহ্যের এই যুবদল বিগত ১৭ বছর ধরে শেখ হাসিনার দমন-নীতির বিরুদ্ধে লড়াই করেছে। এখনো নানা বাধা ও ষড়যন্ত্র সত্ত্বেও দলীয় নেতাকর্মীরা আন্দোলনের মাঠে রয়েছেন। নভেম্বর মাসে আমাদের প্রিয় নেতা দেশে ফিরবেন, আমরা সবাই মিলে তাঁকে স্বাগত জানাব।”

সভায় সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা।

বিশেষ অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মু. আখতার হোসাইন, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহআলম, খলিলুর রহমান মজুমদার, অ্যাডভোকেট মাসুদ হাসান টিপু, মো. ইউসুফ, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হানিফ, মহানগর বিএনপি (১৯–২৭ ওয়ার্ড) যুগ্ম সমন্বয়কারী সোহেল মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ যুবদলের নেতা তারিফুর ইসলাম।

র‌্যালি ও সমাবেশে সদর দক্ষিণ উপজেলা ও বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা–কর্মী অংশ নেন। পুরো অনুষ্ঠানস্থল ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS