ঢাকা | | বঙ্গাব্দ

অনার্স ৩য় বর্ষের ফরমপূরণ ফি বৃদ্ধি: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষার্থীদের প্রতিবাদ

author
Reporter

প্রকাশিত : Oct 27, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মাকছুদুর রহমান।। 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তারা বলেন, অতিরিক্ত ফি মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।


সোমবার (২৭ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড হাতে ফি বৃদ্ধির প্রতিবাদ জানান। তাদের প্লেকার্ডে লেখা ছিল “চাষার ছেলে পড়তে চায়, ফি দেখে হাঁসফাঁস খায়”, “শিক্ষা বাণিজ্য নয়, শিক্ষা অধিকার”, “জাতীয় বিশ্ববিদ্যালয় নাকি বাণিজ্য বিশ্ববিদ্যালয়?”, “ফি কমানো না হলে, ফরম পূরণ করবো না ”,“ফি বাড়লে, প্রতিবাদও বাড়বে।”


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে তত্ত্বীয় পূর্ণ কোর্সের ফি ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা, অর্ধ কোর্সের ফি ২০০ থেকে ২৫০ টাকা এবং ব্যবহারিক কোর্সের ফি ২৫০ থেকে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইনকোর্স পরীক্ষা ফি ৩০০ থেকে ৬০০, কেন্দ্র ফি ৪৫০ থেকে ৬০০ এবং ব্যবহারিক কেন্দ্র ফি ১৫০ থেকে ২৫০ টাকা করা হয়েছে। এছাড়া অনিয়মিত, গ্রেড উন্নয়ন ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ৩০০ থেকে ১,০০০ টাকা করা হয়েছে।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী আল আকসা আল মুনা বলেন, “শিক্ষা একটি মৌলিক অধিকার, এটি কোনো পণ্য নয়। অযৌক্তিকভাবে ফি বাড়িয়ে নিম্ন-মধ্যবিত্ত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সংকুচিত করা হচ্ছে।”

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার মান বজায় রাখা এবং শিক্ষার্থীদের উন্নত সুবিধা নিশ্চিতে ক্ষেত্রবিশেষে কিছু খরচ বৃদ্ধি পেতে পারে, এটা স্বাভাবিক। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের নামে শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিচ্ছে মোটা অংকের টাকা। ফি বৃদ্ধি শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষার্থীদের পরিবারের উপরও প্রভাব পেলে।

আরেক শিক্ষার্থী জানান, “অনেকেই টিউশনি করে নিজেদের পড়াশোনার খরচ চালান। এখন অতিরিক্ত ফি মেটানো তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। শিক্ষা খাতে এমন বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি চলতে পারে না।”

কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁঞা বলেন, “ফি বৃদ্ধির বিষয়ে শিক্ষার্থীদের অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা জানিয়েছি, ফি যেন যৌক্তিকভাবে নির্ধারণ করা হয়, যাতে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়।”

শিক্ষার্থীরা একযোগে দাবি জানিয়েছেন, অনার্স ৩য় বর্ষের ফরম পূরণের ফি অবিলম্বে কমিয়ে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নিতে হবে এবং শিক্ষাকে বাণিজ্যিকীকরণ থেকে রক্ষা করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তারা বলেন, অতিরিক্ত ফি মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS