ঢাকা | | বঙ্গাব্দ

আগামী নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১

author
Reporter

প্রকাশিত : Oct 27, 2025 ইং
নির্বাচন ভবন। ছবির ক্যাপশন: নির্বাচন ভবন।
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেশের ৩০০ সংসদীয় আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারিত হয়েছে ৪২,৭৬১টি। 

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ও অবস্থান নির্বাচনের সুষ্ঠু ও স্বচ্ছ কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক কেন্দ্রে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম, কর্মী এবং নিরাপত্তার ব্যবস্থাও শেষ পর্যায়ে রয়েছে।

নির্বাচন কমিশন এই কেন্দ্রগুলোতে ভোটারদের জন্য সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করতে বিশেষ তদারকি করছে। একই সঙ্গে ভোটারদের সচেতন ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন।

বিস্তারিত তথ্য ও ভোটকেন্দ্র তালিকা ভোটার ও সংশ্লিষ্টদের জন্য পরবর্তীতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS