ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেফতার

author
Reporter

প্রকাশিত : Oct 27, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
কুমিল্লা আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেফতার

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় ৩/৪টি মামলার আসামি মেজবাহ উদ্দিন ভূইয়াকে আটক করেছে ঢাকা পল্টন থানা পুলিশ। রোবাবর (২৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা পুল্টন থানা ঢাকা বিআইপি টাওয়ার সামনে থেকে গ্রেফতার করেছে। 


তিনি কুমিল্লা সদরের সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী ছিল।  কুমিল্লা কোতয়ালী থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এবং পাঁচথুবী ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাহী সদস্য।  তিনি কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্নপুর এলাকার ওয়াহিদুর রহমান ভূঞার পুত্র। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য নেতাদের মতো তিনিও গা ঢাকা দেন। বেশ কয়েকদিন আগে এলাকায় এসে মামলার জামিনের জন্য চেষ্টা তদবির শুরু করেন। 


স্থানীয়রা জানান, মেজবাহ উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে আন্দোলন ঠেকাতে মাঠে তৎপর ছিলেন। সরকার পতনের পর ৩/৪টি মামলা আসামী বেশ কিছুদিন তিনি পলাতক থাকলেও সম্প্রতি মামলার জামিন নিতে চেষ্টা তদবির শুরু করেন। দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে ছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘ ১৬ বছর ধরে এলাকায় তাসের রাজস্ব সৃষ্টি করেছে। আমাদের জায়গা সম্পত্তি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির সাথে দীর্ঘদিন জড়িত ছিল। কেহই প্রতিবাদ করার সাহস পেত না। প্রতিবাদ করলেই বাহারের সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের নির্যাতন চালাতো বলেও স্থানীয়রা জানায়।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS