ঢাকা | | বঙ্গাব্দ

ফিলিস্তিনের পশ্চিম তীর সংযুক্তির বিল পাস ইসরায়েলে

author
Reporter

প্রকাশিত : Oct 23, 2025 ইং
ফিলিস্তিনের পশ্চিম তীর ছবির ক্যাপশন: ফিলিস্তিনের পশ্চিম তীর
ad728

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার প্রস্তাব পার্লামেন্টের প্রথম ধাপের ভোটে অনুমোদন পেয়েছে। বিলটি সম্পূর্ণভাবে পাস হলে ফিলিস্তিনি এই অঞ্চল ইসরায়েলের অধীনে চলে আসবে এবং সেখানে কার্যকর হবে ইসরায়েলের সার্বভৌমত্ব।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’ দখলকৃত পশ্চিম তীরে সার্বভৌমত্ব আরোপের বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে। এটি আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন বলে উল্লেখ করেছে সংস্থাটি। মঙ্গলবারের ভোটে ১২০ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে ২৫-২৪ ভোটে বিলটি প্রাথমিকভাবে পাস হয়। তবে এটি কার্যকর হতে আরও তিন ধাপের অনুমোদন প্রয়োজন।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও কয়েকজন জোটসঙ্গী এবং বিরোধী এমপি এতে সমর্থন দিয়েছেন। নেসেটের বিবৃতিতে বলা হয়েছে, “ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব জুদিয়া ও সামারিয়া অঞ্চলে (পশ্চিম তীর) প্রয়োগ” করার লক্ষ্যেই বিলটি উত্থাপন করা হয়েছে।

বিলটি এমন সময়ে পাস হয় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মাস আগেই ঘোষণা দিয়েছিলেন যে ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্তির অনুমতি দেওয়া হবে না। একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েল সফর করছেন গাজা যুদ্ধবিরতি বজায় রাখতে।

এদিকে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এই ভোটকে “বিরোধী দলের উসকানি” বলে উল্লেখ করেছে। দলের পক্ষ থেকে বলা হয়, “সার্বভৌমত্ব কাগজে নয়, বাস্তবে কার্যকর পদক্ষেপের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়।”

অন্যদিকে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, হামাস, কাতার, সৌদি আরব ও জর্ডান। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “আমরা পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজাসহ ফিলিস্তিনি ভূমি সংযুক্তির প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। এই অঞ্চলগুলো ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ।”

হামাস এক বিবৃতিতে জানায়, “এই বিলগুলো দখলদার ইসরায়েলের উপনিবেশবাদী চেহারাকে উন্মোচিত করেছে।” কাতার একে “ফিলিস্তিনিদের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন” বলে উল্লেখ করেছে, আর সৌদি আরব বলেছে, “রিয়াদ ইসরায়েলি দখল ও বসতি সম্প্রসারণের সব রূপ কঠোরভাবে প্রত্যাখ্যান করে।”

বর্তমানে দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ৭ লাখেরও বেশি ইসরায়েলি অবৈধ বসতিতে বসবাস করছে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ ঘোষণা করা হয়েছে।

আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS