ঢাকা | | বঙ্গাব্দ

ভোটে শান্তি-শৃঙ্খলা রক্ষায় যোগ্য যোদ্ধা বাছাই হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

author
Reporter

প্রকাশিত : Oct 21, 2025 ইং
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ad728

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন নির্বাচনে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনে এমন কর্মকর্তাদেরই দায়িত্ব দেওয়া হবে, যারা নিরপেক্ষভাবে কাজ করতে সক্ষম। 

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “ভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারবে সেরকম যোদ্ধাদেরই বেছে নেওয়া হবে। এটি আমার হাতে থাকবে।” 

তিনি আশ্বস্ত করেন, নির্বাচনের আগে প্রশাসনের প্রয়োজনীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে সম্পন্ন হবে, যাতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজন সম্ভব হয়। 

প্রধান উপদেষ্টা আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগের জন্য একাধিক ‘ফিট লিস্ট’ প্রস্তুত করা হচ্ছে এবং সেখান থেকে যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তাদের বাছাই করে নির্বাচনের আগে যথাস্থানে নিয়োগ দেওয়া হবে। 

বৈঠকে বিএনপি নেতারা বিতর্কিত ও অতীত নির্বাচনে দলীয় পক্ষপাতের অভিযোগ থাকা কর্মকর্তাদের ভোটের দায়িত্ব থেকে বিরত রাখার অনুরোধ জানান। তারা প্রশাসনে রদবদলের ক্ষেত্রে পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান। 

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS