ঢাকা | | বঙ্গাব্দ

লাকসাম রেলওয়ে স্টেশন থেকে বিপুল ভারতীয় আতশবাজি জব্দ: যৌথ অভিযানে সেনাবাহিনী ও রেলওয়ে পুলিশ

author
Reporter

প্রকাশিত : Oct 21, 2025 ইং
লাকসাম রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ। ছবির ক্যাপশন: লাকসাম রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ।
ad728

কাউছার হোসাইন, ​লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করেছে সেনাবাহিনী ও রেলওয়ে পুলিশের যৌথ টিম। 

রবিবার (১৯ অক্টোবর) বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন কেবিল এলাকা থেকে পাঁচটি সাদা প্লাস্টিকের ব্যাগ ভর্তি মোট ৩৮ প্যাকেট আতশবাজি উদ্ধার করা হয়।

প্রত্যেকটি প্যাকেটে ‘SRI RAVESWARI FIRE WORKS’ লেখা ছিল, যা নিশ্চিত করে এগুলো ভারতে তৈরি।

অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর লাকসাম ক্যাম্পের একটি দল ও লাকসাম রেলওয়ে থানার পুলিশ সদস্যরা। সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনজুরল আলম বলেন, “নির্বাচন ও উৎসবমুখর সময়ে জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছি। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানটি পরিচালিত হয়।”

অভিযানের নেতৃত্ব দেন লাকসাম রেলওয়ে থানার এসআই (নিরস্ত্র) এ কে এম মনজুরুল ইসলাম (বিপি ১০)।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, “উদ্ধার করা আতশবাজিগুলো ভারতে উৎপাদিত এবং অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় জব্দ হওয়ায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে এর সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

অভিযানে স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।


আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS