ঢাকা | | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে যুবদলের লিফলেট বিতরণ

author
Reporter

প্রকাশিত : Oct 21, 2025 ইং
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমেদ সালে, বাঙ্গড্ডা বাজারে লিফলেট বিতরণ করছেন ছবির ক্যাপশন: কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমেদ সালে, বাঙ্গড্ডা বাজারে লিফলেট বিতরণ করছেন
ad728

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাঙ্গলকোটের বিভিন্ন ইউনিয়নের ন্যায় বাঙ্গড্ডা বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর বিকেল ৪টায় এ কর্মসূচির নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমেদ সালে সহ নাংগলকোট উপজেলা যুবদলের নেতৃবৃন্দ ।

এ সময় তিনি বলেন, “বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক ও প্রশাসনিক সংকটে।

তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা হচ্ছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের একমাত্র কার্যকর রূপরেখা। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়, তাই আমরা ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিচ্ছি।

সালেহ আহমেদ সালে আরও বলেন, “৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নাগরিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

তিনি এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া-এর পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি সালাম জানান এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

লিফলেট বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ কর্মসূচিকে ঘিরে বাঙ্গড্ডা, মৌকরা মিয়ার, পেরিয়া ও মাহিনী বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয় নেতারা জানান, তারেক রহমানের নির্দেশে তাঁরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিকভাবে প্রচার কার্যক্রম অব্যাহত রাখবেন।

আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS