নিউজ ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ সুর সম্রাট শচীন দেব বর্মণ স্মরণে কুমিল্লায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শচীন মেলা’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নগরীর দক্ষিণ চর্থা এলাকায় সুর সম্রাটের বাড়ির প্রাঙ্গণে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলায় প্রদর্শনী, দেশীয় ঐতিহ্যবাহী স্টলসহ মোট ১৫টি স্টল স্থান পেয়েছে।
বিকাল ৪টায় নগরীর ইউসুফ হাই স্কুল প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শচীন দেব বর্মণের বাড়ির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার। এরপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক।
আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুর রহমান খান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুজ্জামান, গীতিকার ও সুরকার জাবেদ আহমেদ কিসলু, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, সাংস্কৃতিক সংগঠক মো: নাছির উদ্দিন ও মঞ্জুরুল আলম ভূইয়া। 
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বাড়িটি শচীন প্রেমিকদের মিলনমেলায় পরিণত হয়।
প্রসঙ্গত, এসডি বর্মণ ১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় জন্মগ্রহণ করেন। ১৯ বছর বয়সে তিনি চলে যান কলকাতায়। ১৯৪৪ সালে তিনি সপরিবারে মুম্বাই চলে যান। মুম্বাই চলচ্চিত্র জগতে শ্রেষ্ঠ সংগীত পরিচালকের মর্যাদা লাভ করেন। ভারত সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করেন। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর তিনি পরলোক গমণ করেন। একই মাসে জন্ম ও মৃত্যু হওয়ায় ২০১৮ সাল থেকে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে এই সুরসম্রাটের বাড়িটিতে আয়োজন করা হয় শচীন মেলার।
                            
                         
  
                            
  
                                 
                             
                                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                