বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ট্রেনার নাথান কেলি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
পারিবারিক কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া কেলি বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট
বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন। বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের একটি সূত্র তাঁর পদত্যাগের
খবর নিশ্চিত করেছে।
অস্ট্রেলিয়ান এই ফিটনেস বিশেষজ্ঞ
গত বছরের এপ্রিল মাসে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলে যোগ দিয়েছিলেন। তবে চুক্তির
মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই চাকরি ছাড়ছেন তিনি। কেলি জানিয়েছেন, তাঁর নবজাতক সন্তান
ও স্ত্রীর পাশে থাকার প্রয়োজনীয়তার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
নিজের সিদ্ধান্ত সম্পর্কে কেলি
বলেন, “অস্ট্রেলিয়ায় আমার নবজাতক সন্তান ও স্ত্রীর পাশে থাকতে আমি বাংলাদেশ দলের চাকরি
ছেড়ে দিয়েছি। ওদের দেখাশোনার কেউ নেই, তাই পরিবারকেই এখন সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি।”
গত মাসে এশিয়া কাপ চলাকালে
স্ত্রী সন্তানের জন্মের সময় অস্ট্রেলিয়া ফিরে গিয়েছিলেন কেলি। এরপর থেকে তিনি আর জাতীয়
দলের সঙ্গে যোগ দেননি। তাঁর অনুপস্থিতিতে স্থানীয় প্রশিক্ষক ইফতেখার রহমান সাময়িকভাবে
দলের ফিটনেস ট্রেনারের দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর
থেকেই ফিটনেস পরীক্ষায় নতুনত্ব এনেছিলেন কেলি। প্রচলিত বিপ টেস্ট ও ইয়ো–ইয়ো টেস্টের
পাশাপাশি তিনি চালু করেন ‘টাইম ট্রায়াল’ পদ্ধতি—যেখানে ক্রিকেটারদের ১ হাজার ৬০০ মিটার
দৌড় নির্দিষ্ট সময়ে শেষ করতে হতো। এই পরীক্ষার মাধ্যমে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা
যাচাই করা হতো।
বাংলাদেশে যোগদানের আগে কেলি
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের ফিটনেস কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি
তিনি একটি রাগবি ক্লাবের সঙ্গেও কাজ করেছেন।
তাঁর বিদায়ের ফলে আসন্ন আন্তর্জাতিক সূচিতে বাংলাদেশ দলের ফিটনেস পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল।
আকাশ টিভি/ন