ঢাকা | | বঙ্গাব্দ

অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস বিক্রির চেষ্টা, ব্যবসায়ী জরিমানা ও কারাদণ্ড

author
Reporter

প্রকাশিত : Oct 27, 2025 ইং
অ্যানথ্রাক্স (তড়কা)  রোগে আক্রান্ত একটি গরু গোপনে জবাই করে মাংস বিক্রির চেষ্টা করায় মাংস ব্যবসায়ী মো. রাজাকে জরিমানা ও কারাদণ্ড । ছবি: সংগৃহীত ছবির ক্যাপশন: অ্যানথ্রাক্স (তড়কা) রোগে আক্রান্ত একটি গরু গোপনে জবাই করে মাংস বিক্রির চেষ্টা করায় মাংস ব্যবসায়ী মো. রাজাকে জরিমানা ও কারাদণ্ড । ছবি: সংগৃহীত
ad728

পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া এলাকায় অ্যানথ্রাক্স (তড়কা) রোগে আক্রান্ত একটি গরু গোপনে জবাই করে মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগে মাংস ব্যবসায়ী মো. রাজা (৩৫) কে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড প্রদান করেছে। 

রোববার রাত সাড়ে ৯টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাংস ব্যবসায়ী রাজা সদর উপজেলার হরিণা গাজীপুর এলাকার মো. রুস্তম সেখের ছেলে। তিনি পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডের রয়েল বেঙ্গল মার্কেটে মাংস বিক্রি করেন। রাজার নির্দেশে গভীর রাতে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুটি গোপনে জবাই করা হয় এবং মাংস বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা প্রশাসনকে খবর দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করলে, জনস্বাস্থ্য রক্ষার অপরাধে রাজাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুটির মাংস আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত পশুচিকিৎসক ডা. ওলিউল্লাহ জানান, ভোররাতে রাজা তাকে ফোন করে গরুটির প্রসব সংক্রান্ত সাহায্য চেয়েছিলেন। তিনি গিয়ে গর্ভবতী গরুটিকে প্রসব করান; মরা বাচ্চা প্রসবের পর দেখা যায় মায়ের এক পা সম্পূর্ণ পচে গেছে। ডা. ওলিউল্লাহ নিশ্চিত করেন, ‘গরুটিটি অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত ছিল; এই মাংস মানুষের জন্য কোনোভাবেই নিরাপদ নয়।’

সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীন বলেন, ‘জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন থাকতে হবে। অসুস্থ বা মৃত পশুর মাংস বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর মাংস সরবরাহ ও বিক্রির চেষ্টা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS