মাকছুদুর রহমান: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হলো নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান।
সোমবার (২০ অক্টোবর) কুমিল্লা শিল্পকলা একাডেমী হলরুমে এই জমকালো অনুষ্ঠান সম্পন্ন হয়।
শিক্ষার্থীদের মানোন্নয়ন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা দেওয়াই ছিলো এই অনুষ্ঠানের মূল লক্ষ।
ভিক্টোরিয়া কলেজ উচ্চমাধ্যমিক শাখা শিবির সভাপতি মোজাম্মেল হক ফয়সালের সভাপতিত্ব ও সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহতাসিম বিল্লাহ শাহেদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বার্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ড.মাসুদুল হক চৌধুরী, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি হাসান আহমেদ, মহানগর শিবির সেক্রেটারি নাজমুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মুহতাসিম বিল্লাহ শাহেদী বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
তিনি আরো বলেন, ছাত্রশিবিরের দ্বারা কলেজ ক্যাম্পাস গুলো সুষ্ঠু, সুশৃংখল এবং পড়ালেখা বান্ধব করা সম্ভব। এজন্য তোমরা ছাত্রশিবিরের সুশীতল ছায়াতলে এসে আগামীর বৈষম্যহীন দেশ ,জাতি এবং আদর্শিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সকল
শিক্ষার্থীদের হাতে কোরআন শরিফ, ফুল এবং ছাত্রশিবিরের সংক্ষিপ্ত পরিচিতি, কলম, স্টিকার
,পুরস্কার তুলে দেন।
আকাশ টিভি/ন