ঢাকা | | বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানে ৮৩৭ হত্যা মামলা, অধিকাংশ যাচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

author
Reporter

প্রকাশিত : Oct 20, 2025 ইং
আইন মন্ত্রণালয়। ছবির ক্যাপশন: আইন মন্ত্রণালয়।
ad728

জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা ৮৩৭টি মামলার (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ৪৫টি মামলা ছাড়া) অধিকাংশ দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তাব দিয়েছে আইন মন্ত্রণালয়। সোমবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাজের মধ্যে রয়েছে:

১. জুলাই গণ-অভ্যুত্থানকালে দেশব্যাপী ছাত্র-জনতার বিরুদ্ধে হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করা, যার মধ্যে মামলার বর্তমান পর্যায়ও উল্লেখ থাকবে।
২. যেসব মামলায় অভিযোগপত্র দাখিল হয়েছে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছাড়া), সেসব মামলার প্রসিকিউশনের কার্যক্রমে বিদ্যমান সমস্যা চিহ্নিত করা এবং তা নিরসনে প্রয়োজনীয় সুপারিশ সরকারে প্রেরণ করা।
৩. কমিটি তার কার্যক্রম এবং অগ্রগতির বিষয়ে ভুক্তভোগী পরিবার ও দেশবাসীকে নিয়মিতভাবে অবহিত করবে।

মন্ত্রণালয় আরও জানায়, ইতিমধ্যেই ১৯টি হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে, যেগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০০-এর ১০ ধারা অনুযায়ী দ্রুত বিচার প্রক্রিয়ার আওতায় আসবে।


আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS