ঢাকা | | বঙ্গাব্দ

লাকসাম রেলওয়ে জংশনে বিশেষ অভিযান: ৬৮০ প্যাকেট চোরাই বিদেশী সিগারেটসহ যুবক আটক

author
Reporter

প্রকাশিত : Oct 20, 2025 ইং
বিপুল পরিমাণ চোরাই বিদেশী সিগারেটসহ এক যুবককে আটক। ছবির ক্যাপশন: বিপুল পরিমাণ চোরাই বিদেশী সিগারেটসহ এক যুবককে আটক।
ad728

আকাশ টিভি প্রতিনিধি: কাউছার হোসাইন, লাকসাম (কুমিল্লা):কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই বিদেশী সিগারেটসহ এক যুবককে আটক করেছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।


​লাকসাম রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর, ২০২৫ ইং তারিখ ভোর ০৫:৩০ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ জসিম উদ্দিন খন্দকার-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল লাকসাম রেলওয়ে জংশনের ১ নং প্লাটফর্মে বিশেষ অভিযান পরিচালনা করে।

​এ সময় প্লাটফর্মের যাত্রী বসার আসনের সামনে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। পরে তাঁকে আটক করে তাঁর হেফাজতে থাকা একটি ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়।


​তল্লাশির সময় ধৃত আসামী নিজ হাতে ব্যাগ থেকে বের করে দেন সিলেট সীমান্তবর্তী এলাকা হতে চোরাই পথে নিয়ে আসা মোট ৬৮০ প্যাকেট বিদেশী সিগারেট।

​উদ্ধারকৃত সিগারেটের মধ্যে ছিল— Xso BLACK FRUITS বিদেশী সিগারেট: ৫২ কার্টুন (প্রতি কার্টুনে ১০ প্যাকেট, মোট ৫২০ প্যাকেট)। 

mond green apple সিগারেট: ১৬ কার্টুন (প্রতি কার্টুনে ১০ প্যাকেট, মোট ১৬০ প্যাকেট)।


​গ্রেফতারকৃত যুবকের নাম মাঈনুদ্দিন হাসান (২৫)। তাঁর পিতার নাম কামাল উদ্দিন এবং মাতার নাম ফেরদৌস আক্তার। তিনি চট্টগ্রামের লোহাগাড়া থানার পশ্চিম আমিরাবাদ ডুলুকুল কেরামত আলী পাড়ার বাসিন্দা।


​লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চোরাই পথে বিদেশী সিগারেট মজুত ও বহনের অপরাধে ধৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি ধারায় লাকসাম রেলওয়ে থানার মামলা নং-০৪, তারিখ-১৮/১০/২০২৫ ইং তারিখে মামলা রুজু করা হয়েছে। মামলা রুজুর পর তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

​পুলিশ সুপার, রেলওয়ে জেলা, চট্টগ্রাম, এই অভিযান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং রেলওয়ে এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।


আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS