ঢাকা | | বঙ্গাব্দ

লাকসাম রেলওয়ে প্লাটফর্মে মালিকবিহীন ১৪৪০ পিস ভারতীয় কাভেরি মেহেদী উদ্ধার

author
Reporter

প্রকাশিত : Oct 20, 2025 ইং
বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় কাভেরি (KAVERI) মেহেদী উদ্ধার। ছবির ক্যাপশন: বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় কাভেরি (KAVERI) মেহেদী উদ্ধার।
ad728

আকাশ টিভি প্রতিনিধি: কাউছার হোসাইন, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় কাভেরি (KAVERI) মেহেদী উদ্ধার করেছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। অবৈধ পথে আনা এই বিপুল পরিমাণ মেহেদী পরিত্যক্ত অবস্থায় প্ল্যাটফর্মে পাওয়া যায়।

​লাকসাম রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর, ২০২৫ ইং তারিখ সন্ধ্যা ৬:৪৫ ঘটিকার সময় এস আই (নিঃ) মোঃ লিলুছুর রহমান সঙ্গীয় ফোর্স সহ একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তাঁরা লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের ৩ নং প্লাটফর্মের উপর মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় তিনটি কার্টুন দেখতে পান।

​কার্টুনগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় তৈরী 'KAVERI' ব্র্যান্ডের মেহেদী উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত মেহেদীর পরিমাণ হলো মোট ১২০ প্যাকেট, যার প্রতিটি প্যাকেটে ১২ পিস করে মেহেদী ছিল। সেই হিসেবে সর্বমোট ১৪৪০ পিস ভারতীয় তৈরী কাভেরি (KAVERI) মেহেদী জব্দ করা হয়েছে।

​উদ্ধারকৃত আলামতের মালিককে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

​এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধারের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-৫১৮, তারিখ-১৭/১০/২০২৫ খ্রিঃ।

​রেলওয়ে পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা এমন অবৈধ পণ্যের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আকাশ টিভি/ন


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS